রক্ত আর পানির উজান
ভিন্ন রঙের ঘর,পানি শুধু
দক্ষিণায় চলে, রক্ত লাল
সম্পর্কের গভীর থেকে গভীরতম;
নির্ঘুম হেরে যায় আকাশ
মাটি বিরল রঙগুলো বালুচর
রক্ত পানির সম্পর্ক থাকে না-
যেনো খাদ্য ছাড়া পাতিল রান্না;
রূপকথার গল্প নয়, মুখ চাওয়া স্বপ্ন
তবু গভীর রাতের কষ্ট কিছু না।
০৬-০৩-২৫