শুনলাম ঘোড়ার মাংসে চর্বি নাই
গরু মাংসে নাকি চর্বি বেশি
তবে কুরাআন হাদিসে ঘোড়ার
মাংস খাওয়া নিষেদ্ধ নাই;
ভাবছেন বাপু গরু মাংস খেয়ে
যত অপকর্ম হয়, তাই না;
শয়তান বলে একটা শব্দ আছে
দেহ ভুজন ভাল কিছু হজম করে না
ফলে যত অপকর্ম প্রবাহিত করে;
আসুন ক্ষণসময়ে কিছু একটা ভাবি-
মরে গেলে হয়ে যাবো মাটি।
১২-০৩-২৫