কোন বা দেশের মায়া
কোন খানেকের চোখ
ঘাসের উপর ছলছল করে গেলো
মাটির কি আর সহ্য;
সহ্যতে সহ্যতে দুপুর বেলা
দক্ষিণা বাতাস কি আর কয়
নরম গরম লাগল রে মন পাগলা  
আকাশ কি আর বয়!
আকাশের নয়তো শূণ্য মেঘের ঘরবাড়ি-
শূণ্যতে নয় আড়ি বুঝতো কি আর
নিজেই নিজেই মাটির বড়ায় হাড়ি;
হাড়ি ভাঙ্গা রাতে ঘুম কি আর আসতো-
জোছলা সলক জোনাকির গান, কি আর চায়
মায়ার মন কি আর পাই।
০৫-১১-২৪