দরজা খুলা থাকলে ভাইরাস ঢোকবে
পরিশেষে প্রমান হবে না
কোন ভাইরাসে অপমৃত্যু ;
অতঃপর দরজা বন্ধ রাখুন
দৃষ্টির প্রণয়ে হাসুন হাসুন;
চলেন এবার যমুনার বালুচরে যাই-
মুখে ফু দেওয়া বাদাম আর ধু ধু চর স্পর্শ করি
কিছু দূর গিয়ে দেখবেন পুড়া ছবি,
কিছু ইতিহাস- হয়তো সোনালি মেঘের শ্রাবণ- এই ত দুবলা ঘাসের মাটি,
তবু দরজা খুলবে না আপন ঘাটি।
২৩-২-২৫