ক্ষমতা আর ভিজা বিড়াল হয়ে গেছে জীবনটা-
কোন কিছু ছাড়তে নারাজ- অহমিকা;
তবু স্বপ্ন বিভোর প্রেম- বিকাল হলেই
প্রেম যমুনার ঘাট কিংবা রমনা পার্ক-
ভাবনার একা চাঁদ, বড় নিঠুর- স্বার্থ ছাড়া,
সবই ভুল- কোন দিকে ভাসায় পুড়া চুল
পাশে কত ঝরা ফুলের গন্ধে কি করে ঘুমায়
জীবনের দুধ ভাতে থালায়! যায় যা বলো
শুধু ক্ষমতা আর ভিজা বিড়াল ছাড়া কিছু বুঝি না,
আহা রে মৃত্যু- ক্ষমতা ভিজা বিড়াল।
১৭ শ্রাবণ ১৪৩১, ০১ আগস্ট’২৪