প্রণয়ের খুনসুটি যখন
রক্তে প্রবাহিত হয়!
কখন নিঃশেষ করা যায় না
কায়া বৃত্তি প্রণয়;
স্মৃতির গুমরে মরা তারাগুলো হাঁসে
মৃত্তিকার তীব্র রসে বালুচর
অথচ প্রণয় কিছু বুঝে না
স্রোত ধারাই চলমান;
এ রকম ভাগ্য কয় জনার জুঠে
তবু বুঝেনি যমুনার জল গড়া উঠন;
এ ভাবেই বয়ে চলছে শুধু
কায়া বৃত্তি প্রণয়।
২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জুন’২৪