মনে ভালোবাসার দৃষ্টিটা
এক দিকেই যায়- মৃত্যুর আগ পর্যন্ত;
বাঁকি যেটা হয় সেটা নিয়মতন্ত্র
এক সংসার- কি দরকার?
ভালোবাসার কাছে হেরে যাই
তবু নিয়মতন্ত্র বলে কথা-
এটাই দুলাভাইয়ের মুখে সংসার
ভাগ্য না কর্মের গুনে নয় ছয়
ভাবো ভালোবাসা একক
আর যেটা থাকে সেটা মায়া করুণা
ভালোবাসা নয় কোন বৈচিত্রময়
রুদ্রে পুড়ে ভালোবাসার জয়;

১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ মে’২৪