মৃত্যুর ডাকঘর টিয়া পাখি
তুমি ডাব গাছেই থাক!
তোমার চারপাশে এক দল
কাক- কা কা করছে-
ভীষণ মৃত্যুর আর্তনাদে;
তোমার আকাশে কালবৈশাখী মেঘ
এই মৃত্যুর ডাকঘর বুঝিস না,
আর কত চাই টিয়া পাখি-
আর কত ঠোঁট রাঙাইবি !
অষ্টাদশী ভাববি, পাখা পা গুঠে যাচ্ছে
তবু শকুন চোখ থামছেই না-
এই শস্য শ্যামল মাঠ আজ বিবেগহীন
শুধু হিংস্র কাক কা কা করছে।

০১ শ্রাবণ ১৪৩১, ১৬ জুলাই’২৪