জুয়ারের মতো কথা বলার দিবস
গন্ধ নিচ্ছে জুলাই আগস্ট’২৪ !
আগলা ছুঁয়া ঠোঁটের দীপালোক;
রসে বসে গল্প কবিতার হচ্ছে চাষ
এই রূপালী ধানের শীষ দুলো সুবাসে
দোয়েলের কণ্ঠ ভরা মিষ্টি গানে
সুর লয়ে ভেসে যাও মাতৃভাষা
সালাম, রফিকদের রক্ত দামে কিনা
প্রতিক্ষণে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি দোয়া
তোমাদের রক্তেই কিনা ভাষায় সৃষ্টি করেছে
স্বৈরাচার ফ্যাসিস্ট-নগ্ন হয়েছে, কথা বলার
ভাব ভাবনার শিষ্টাচার, তোমরাই শুধু
জুলাই আগস্ট মিশে থাকবে একুশ।
২১-২-২৫