জন্মের সময় মাগরিবের আজান-
অদ্ভুত চাউনি- ক্ষুধার্ত দেহ মুখ!
আকাশ জমিন ভাঙ্গছে হাত, পা;
তারপর ফিটার দুধে ঠোঁট ভিজান চোখ!
কি শান্তির আলোয় পৃথিবী দেখা?
বয়স বাড়ছে, জন্মের সার্থকতা গুনছে
অথচ জ্ঞানের ডগায় শূন্য মেঘ-অবশেষে
বিবেক থাকুক হাজার জন্মদিনে সুখ।

০১ অগ্রহয়ণ ১৪২৯, ১৬ নভেম্বর ’২২

উৎসর্গঃ বড় ছেলে আলফী শাহর আলফী