সময়ের শরীরটা বরফছিল
কিন্তু কখন রক্ত গলা বরফ
গড়ে গড়ে ক্ষত বিক্ষত নদী হলো;
রক্তাক্ত হলো বালুচর!
চারপাশে নীরব জনতার ঢেউ,
মেঘাচ্ছন্ন বৃষ্টি বাদলও স্তব্ধ;
কি হবে এখন শরীরটার?
সমস্ত কাক, ফেশকুল্লা শারিবদ্ধ
চিৎকার আর্তনাদ খানিক বজ্রপাত থামল
মুচকি হেসে জেগে উঠে শরীরটা-
রক্তাক্ত স্বপ্ন বিভোর মনটা।
২৫-৭-২৪