মরলাম আমি বাসর রাতের আশায়
ত্যাজ্য হইলাম বসত ভিটা হারায়-

আকাশ কান্দে না- মাটির সাথে নদী
এতো নিঠুরতা কোথায় গিয়ে বলি;
আল্লাহর ভয়ভীতি ধর্ম কর্ম কি চিনি
ক্ষমায় হলো মহৎ ধর্ম, জান্নাত কথায় খুঁজি!

বংশ পরিচয় নষ্ট আমার, আল্লাহ কে না জানি
কুরআনে নাই ত্যাজ্য আমার- কিসের
লোভে ভাসালে আমায়- দেখবে কি আর
ভাসা নায়, এমন কষ্ট রাখার জায়গা নাই;
২৫-৬-২৪