রোজার ঈদে মাকে খুঁজতে যাব
পাঁচ হাজার টাকা রেখে দিয়েছি-
সিল্কের শাড়ি কিনবে বলে;
বাবা আর বিড়ি খাওয়া দায়ে
আমাকে নাক সেছর দিবে না
কোন কোরবানী ঈদে-কোন
পথে যাবো- কোন ঈদ আসবে!
আর অপেক্ষা করতে পারছি না;
বুকের নোনা পাথর গলে গলে
বালুচর হয়েছে শুধু দু’জন কে
হারানার দায়- বলো কোন ঈদে
পাবো দু’জন কে- সমস্ত কষ্ট
জলশুকনো হচ্ছে সময় ক্ষণ-
চলো যাই ঈদের বাড়ি।
৩০-৩-২৫