আমার এই সবুজ মানসিক রাজ্যে
প্রতিনিয়ত জ্বালাময় বোম মারা হচ্ছে;
অথচ রক্তের দাগ খুঁজে পাওয়া দায়-
কি সাংঘাতিক বিবর্ণ চোখের ভাষা?
মনের কুৎসিত ইঞ্চিখানিক ষড়যন্ত্রের ফলে
বিশ্বাসের বাতাসগুলো ভেঙ্গে চুরে
ধু ধু বালুচর, এমন কি স্বৈরাচারের জলে
বার বার রক্তক্ষরণ বান; চাঁদের পানে
নাকি উম্মুক্ত নাই স্বাধীনতার মান-
আমার আমার রাজ্যে রঙিন হয়েছে অম্লান।
০৯ আশ্বিন ১৪৩১, ২৪ সেপ্টেম্বর’২৪