কাকে কি বলতে চাই
প্রজাপতি উড়ে যায়
বুঝে না নাকি ভান
ওখানে ঘাসফড়িং গায়;
আজ রঙধনু বৈকাল
অনেক কিছু বলছে
অথচ সাদা মেঘ কথাই
শুনছে না, ভারী গরম
গরম ভাব-বৃষ্টি ভেজায় না
ইচ্ছা পুকুর মাঠ ঘাট
আর কত কি সোনার চাঁদ
হাত বুলিয়ে দেই,কাছের রাত।
৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে’২৪