এমন ছোঁয়া স্বপ্নও আসেনি
রাত গুলো ক্ষীণ ভারী শীতল-
কখন ভোর খানিকটা আলো
এই বুঝি আবার শুরু রুদ্র ছুঁয়া;
উষ্ণ কাতর- নির্ঘুম বালিশ চাই
শুধু বালিশ,অসুখ চাদরটাও ভেজা
হাল খাতার হিসাবটাও মরীচিকা-
কোথায় যোগ, বিয়োগ এমনকি
গুণ ভাগ- তাও মধু ভুলা কলমে
মিলবে না আর হিসাবে স্বপ্ন ছোঁয়া।
১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩০ মে’২৪