আমার জল ছুঁয়া আশ্বিনের চোখ বলে
তোমার অট্টালিকার ছাদে আমাবসা নাই
ফাল্গুনের মুরগফুলটা ভুলে গেছে
ক্লান্তি দুপুর বেলার দৌড়ানো সাদা মেঘ;
না দেখার অন্ধকারটা বেদনায় যমুনার জল
কিংবা কালবৈশাখি ঝড় বয়ে যেতো
নীরব কোন রাস্তার মোড়ে- না বুঝার সময়
সান্ত্বনার খই ভাজা বিষন্ন আজও ক্ষয়ে যায়।
বৃষ্টি ঝরা আশ্বিন পৌষের উষ্ণতা চাঁদর গায়-
তবু হেঁটে যাই নিঠুর চাঁদের ছায়ায় ছায়ায়!

২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর’২৪