যমুনার প্রেম হাঁটুজলের গন্ধ
সে কি সারি বদ্ধ বাঁধের ঢেউ;
তবুও প্রেম কায়া,মাটিরি মায়া!
নেমে আসে এক আকাশ পরী;
পূর্ণিমায় বেদনার পাখা জোনাকি-
ছন্ন ছায়া আ কি অহমিকার জল
অথচ প্রেম মানে না, বয়স কাল
প্রেমযমুনায় একলা স্রোতে ভাসা
জলহীন দূর বহুদুর ঐ মাঠ- স্বার্থ
সমাপ্তি যাবে না হাঁটুজলে কবর।
১৯-২-২৫