মায়ে বলে পাগলা বেটা
গেলি কোথায়- ভাত হয়েছে
পুঁই শাকে- খাবি যদি আয়;
বাপে কইতো হারামজাদা
কবে যাবি কিবলা কাবা;
আমি দেখি লোক মুখে
আয়না বাবা- ছালা ধুবা
সাধু সুন্নী সব স্বার্থপর;  
আর কিছু দেখি না ধর-
সবই এখন মেঘের ছায়া
আর পাবো না আদরের কদর
একেমন করে হয়ে গেলাম পর।