কেনো কবিতার ঘরে দেখা যাচ্ছে
মেঘ কালো অন্ধকার আকাশ;
যাকে তোকমা লাগাচ্ছে কুলাঙ্গার
এদের চক্ষু জ্ঞানের নেই সমারোহ;
তারাই নাকি ধিক্কার জানায়- ছিঃ
কবিতা কখন দাসত্ববাদি হয় না-
ন্যায় অন্যায় প্রতিবাদী সত্যের সন্ধান!
শুধু দলবাজিও নয়- তাহলে আমরা
দেখলাম কি জ্ঞানপাপী- দল কানা,
দাসত্ববাদ- ছিঃ ‘‘ধিক্কার’’ জানাই-
ঐ সব কবি কবিতা-জ্ঞানপাপীর দল।
৩০-১-২৫