বুলেট সব বুকের পাঁজরে
শিশির ভেজা ভালবাসা সাজায়
দুচোখের রঙিন বাসর ঘর!
তুমি নিলে না তো খবর;
কালো ঠোঁটে রাঙিয়ে নিয়ো
শুধু মন শয়তানের ঘুড়ি
মাতাল বুড়ি,খেয়েছো লাল পানি;
তোমার নর্দমার বুক পাঁজরে-
ঢুকেছে পরেছে হাজার গুলি
মুগ্ধ, আবু সাইদ, শিয়াম, সাগর।
০৩-০২-২৫