শুনো, কেউ কি আছো
আমাকে কিছু টাকা ধার দাও
আমি মঙ্গল গ্রহে যাবো
একটা সুন্দর বাড়ি বানাবো;
কোন রাগ অভিমান নয় নিয়মের চাদর
শুধু পরিচিতহীন হয়ে গেলাম,
যাকে বলে বঞ্চিত লাঞ্চিত
নিম্পেষিত বসত ভিটাহীন ত্যাজ্য;
শুধু শুধু কাল সময় ক্ষণ-
এক মুঠো মাটি ঘৃণায় করল;
কেউ কি আছো, এমন হয়ো না আর-
সবুজ অরণ্যে দেখলাম ঘৃণায় করল।
১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন’২৪