কোন পথে আলো দেখো
আঁধার তো করে গেছো;
তবু ঠিকানাটা কি জানাছিল
কোন পথে আলো দেখো!
ভাবতেই বিবেক খাড়া- শুনো
শুনো দিয়ো না ঘোড়া দৌড়,
এমন কি হায়নার হিংস্র;
আঁধার তো করে গেছো
বলবো না আর এই পথে চল-
জ্ঞান বুদ্ধি করো না স্লো
লোভ লালসা ক্ষমতার দণ্ড
এই নাও মরে গিয়ে ভণ্ড।

০৮ আশ্বিন ১৪৩১, ২৩ সেপ্টেম্বর’২৪