মস্ত বড় ঠিকানায়
রোজ রোজ চিঠি লিখি-
শূন্য খাতা কলম;
মিরেল রসে বসে যেনো
ঘুম রাত্রি শীতল
বয়ে আনে সূর্য ভোর!
তবু চিঠি লেখতে
লেখতে ঠিকানা হারায়;
শূন্য ঘেমে এমন কি
বাতাসের গন্ধমাখা গায়-
খুঁজে পাওয়া দুরূহ- খুব
সহজে ঘাসের চুমে প্রেম;
০৮-০৪-২৫