সোনার দেশে শ্বেত পাথরের মোহ দেখি
স্বপ্নবাজি ঘরে পূর্ণিমা রাতে তারা হাসে;
নীরবতা চাঁদ কথা কয় বাতাস গন্ধ মনে
তবু পাথর চোখে ফুল কষ্টি পাথর বলে
প্রেম তো নয় সরগাম সুরের গান,কেনো
হলো অপরিচিত স্মৃতির আঁধার জল
সুখের গায়ে সোনা লেখা তাও বলি
শ্বেত পাথর মূল্যহীন ঘাস বাগানে গতর
জোনাকির আত্মহারা কখন যে ঝলমল
করে দক্ষিণা জানালা কিংবা মাটির চোখ।
২৪-২-২৫