এখন মিঠা বাড়ি তিতা হবে
এই না সমাচার! জ্ঞান ছেড়ে হবে এখন
অজ্ঞানি পাপের ধার;
কে ভাল- কে খারাপ
যাচাই করে নও- ও মানুষ;
যাছাই করে নও;

যারা ছিল সম্মানের পাত্র-
তাদের কে বানালো
ব্যবসা বাণিজ্যের গোত্র;
ব্যবসা বাণিজ্য এখন লোস-
তারাই এখন বিষাদর সাপের ফোস
সাবধান ও ভাই সাবধান;

এখন মিঠা বাড়ি তিতা হবে
এই না সমাচার! জ্ঞান ছেড়ে হবে এখন
অজ্ঞানি পাপের ধার।
২৮ শ্রাবণ ১৪৩১, ১২ আগস্ট’২৪