তীব্র জলের উপর সন্ধ্যা তারা
কাশফুলের ঝলক ছায়া যেনো
বিড়ালের ডাকা ফুর ফুরা!
হৃদয়ের ভাজে শরৎ ডাকে
কৃষ্ণচূড়ার মেলা, চো-রাস্তার
মোড় যেনো যমুনার জল
ঢেউয়ের খেলা; বাসি ফুলের
গন্ধে কেটে যায় রে বেলা;
আহা ক্লান্তি দুপুর সন্ধ্যা তারা
এ যেনো তৃষ্ণার হাতে পিয়ালা
তবু গা ঢাকা শরৎ খাড়া।

২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর’২৪