এক চরিত্রহীন ফিগার রক্ত কোষে আর্তনাদ
কার্তিকের ফুটবল খেলার শব্দকোষ যেনো
সোনালি মাঠভিটার রক্তময় চঞ্চল বজ্রপাত;
চরিত্রহীন ঠোঁট কাপানো পাবলিক মাঠে চার ছক্কা
ক্রিটেক খেলার ব্যাট বল ! অদম্য হাতের ছোঁয়া
ভেসে যাচ্ছে, প্রেম যমুনার স্রোতধারা কায়া
তবু চরিত্রহীন ফসল যেনো ফুরফুরা হাসির চাঁদ!
কে দেখে শুধু গোপন চোখে কার্তিকের ঘ্রাণ-
কি অদ্ভুত পাড়ায় মহল্লায় মিডিয়ায় চিৎকার করে উঠে
আমি চরিত্রহীন, কার বলার সাহস কোথায়?

০৪ কার্তিক ১৪৩১,২০ অক্টোবর’২৪