আমার প্রেমের রঙ ধূসর মাটি
এখন শুধু উজ্জ্বল ফর্সার চাঁদ
কখন রঙিন, কখনো বা
বেদনার ঘন নীল মেঘে রাত!
মাঝে মাঝে জেগে উঠে
শেষ রাতের উষ্ণ বাতাস!
অথচ মরা গাঙ্গে শীতল হাওয়া
প্রেম যে উষ্ণ পায় না; যত বার
বুঝাতে চাই এটা প্রেম নয়-ফর্সা চাঁদ
তবু মৃত্যুর গন্ধ ঝরে যায় জল।
৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ মে’২৪