আমরা ইদানিং আকাশ কে
দেখে হিংসা করচ্ছি- মাটির
বুকে বিদ্বেষ; তবু শান্তি খুঁজি
ফিরি সবুজ ঘাস- জোনাকি;
অথচ দু'চোখ মনের ধন জাল
বিরল পাখিদের মতো; ইদানিং
আর তরুলতা সামনে দিকি না-
চাঁদের পূর্ণিমাটাও উচ্ছল পায়ে
হেঁটে যায় না কোন দিঘিরপার;
কবির ভাবনায় ইদানিং আমার ।
০৪-০৩-২৫