কোন খেলা প্রিয়ছিল, বন্ধু বলল না-
গোল্লাছুট নাকি বদমদাড়-
ফুটবল নাকি ক্রিকেট!
খেলতে- খেলতে সন্ধ্যা;
বইয়ের টেবিলে বন্ধু আন মনা-
ভোরের শিশির ভেজা হাঁটা
তারপর স্কুল- স্কুল শেষে আবার
ঐ আলই পাথার দৌড়ে ছুট;
সবাই ভুলানাথ দুষ্টুমির বায়না-
আয় ফিরে আয় মাঠে খেলিনা!
শূন্য মাঠে থাকবে পরে কায়া-
একটু না হয় ভাবিস, জল না- জল না।

২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই’২৪