দেখো দুল পাট্টা পাতার প্রেম
বড়ই চমৎকার দুল দিয়েই যাবে-
কিন্তু পৃথিবীর স্বাদ, আহ্লাদ এমন কি-
আলো বাতাস ঘ্রাণ পাবে না;
যাই বলো একে জীবের প্রেম
বলে না- মোহ উল্ট বাঁশি- যেখানে
সুর তাল লয় নেই- তবু দুর্বার
গতি চলছে বুঝি দুলপাট্টার প্রেম!
অশেষে কলঙ্কিত হলো ধুলিবালি
মাঠ ঘাট আর চিকন আইল পাথার
এভাবেই যাক দুলপাট্টা প্রেম বটে।
২৫ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই’২৪