হায় রে দর্শন-ভূষণ
মানে না মানবতার আর্তনাদ
মাখায় শুধু দুধের সর-
এ কেমন দর্শন, স্বার্থের পূজারি
লজ্জাহীন গর্ভে আঁকায় ছবি;
হায় রে দর্শন-ভূষণ
তুমি কবিতার ভাব শিখাও
কবি কে বানান পাগল-
প্রকৃতিই খুঁজে তোমার অকীর্তি
কর্মের অমরণ অনশন-
এই রে দর্শন- ভূষণ।
০৪-০২-২৫