ছিঃ ছিঃ ছিঃ রে ছিঃ
চোখ থাকতে সূর্য নাই
প্রণয়ের সেই ঊর্মীর গল্প;
বিষ পিঁপড়া দল কানার লোক
আত্মা থাকতে বিবেক নাই
এই কি স্বার্থপরতার চিহ্ন?
ছিঃ ছিঃ ছিঃ রে ছিঃ
ও ভাই কবি দল কানায় সব;
চোখের সামনে রক্ত দেখলে
দেখলে কত রক্তাক্ত লাশ-
কিছুই কি মনে লাগলো না
কবি বলে অহমিকায় ভাবছো সব
কোথায় রাখলে জুলাই আগস্ট?
ছিঃ ছিঃ ছিঃ রে ছিঃ
ও ভাই কবি দল কানায় সব।
২৯-১-২৫