আমার দলের স্লোগান নেই
চাওয়া পাওয়া নেই এবং কি
উচ্চ আকাঙ্ক্ষাও নেই
এতটুকু রঙ বিরল নেই-
বিদ্বেষের লেজ মাত্রও নেই!
সময়ের পার্থক্যকে ছুড়ে ফেলে
হেঁটে যাই সীমাহীন
সবুজ মৃ্ত্তিকার পদতলে;
কি মজার বিষয় তারা ঘুমপানির দল
অথচ দেখা নেই, কথা নেই
তবু তারা দলবদ্ধ রাজনৈতিকহীন
মাটি আকাশ থেকেও সবকিছুর উর্ধ্বে।
২৫ ভাদ্র ১৪৩১, ৯ সেপ্টেম্বর’২৪