মুঠো মাটির প্রেমে অবাধ্য হলে
সীমানা মনের মধ্যে আদিত্য;
পরশ বেলায় বেদলায় ভাসে গঙ্গা
পারলে না তো আর স্পর্শ নিতে
যেমন করে খেতে মুড়ির মোয়া-
তবু প্রেম এসে যায় সুরুজ চাঁদ;
হেসে বেরায় অগুণিত তারার চুমু
নীরবতায় আসে না ভাল লাগার
মহুত্তের হাসি ফুটানো গোলাপ মন!
তবু ছুইতে পারলো না মাটির রাত।
১১-০৩-২৫