বিষন্ন চোখে আকাশ দেখলে
বাবার বাঁশতলা জমির কথা মনে পরে!
বৃষ্টি দেখলে বিলধারের কথা;
এত সোনালি রোদ কোথায় রাখি?
নবান্ন মাখা ঘ্রাণ উঠনটা করেছে অম্লান
গম মারার গরুগুলো আর নেই
দুপুরের ঘাম ঝরা ক্লান্তি ছায়াময়
আম গাছগুলোও নেই সমস্ত মানুষ
দম নিয়ে যেতো, এই ইটপাথরের শহরে
ঢেউ খেলো যায় অশ্রু সিক্ত চোখ।
২৬ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর’২৪