হাজার বছরের চরিত্র বাগান
ফুলের মতো আর হলো না!
হায়নার হিংস্র লেগেই থাকলো
এ যুগ, সে যুগ- যুগ যুগান্তর;
তবু চরিত্র ফুলের মতোই সৌন্দর্য
লোভনীয় অথচ সুগন্ধির ঘ্রাণ
যুগল বাতাসে প্রসার ঘটলো না
কেনো না চরিত্রটাই নাট্যমঞ্চ
স্বার্থপর অভিনয় কাব্যিক দৃষ্টিকোণ
বার বার ভেঙে পরে চরিত্র মঞ্চ-
আসল চরিত্রবান কে চরিত্র মঞ্চ।
১১-০২-২৫