লাল রক্ত দেখে বৃষ্টি ঝরে না
কি অদ্ভুত মেঘামালা আকাশ
মাটি নাকি তার গায়ে নাই
কোথায় উপলব্ধির সুগন্ধি বাতাস?
কি নির্দয় জলকাঁদায় ভেজে না
অহমিকায় চাঁদের বুঝি সলক নাই;
যত সব শিয়াল কুকুর রক্ত চায়
অবশেষে থু থু দেয়ার মাটির মুখ
ইটভাটা কপালে জুটে না- এভাবে
আষাঢ় শ্রাবণ বার মাস বৃষ্টি ঝরে না।
১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই’২৪