জ্ঞান অঞ্চলে বিবেগের কি বসবাস!
অন্তরে নাই, মুখে- অভিনয়ে কি বাঁশ?
তবু এতো খানি হয় যদি আশ-
জ্ঞান অঞ্চলে ফিরে পাবে মাস;
ধুয়া তুলসীপাতা জলের ঢেউ
এ বার দেখা যাবে জঙ্গীবাদের বউ
মাসির দৌড়- মশার কাছে
জ্ঞানের দক্ষিণা আলো, আচল তলে
হেঁচকা টানে পাড়া পড়শী-
তাতে কি আসে যায় জ্ঞান পাপী;
কুমর না ভেঙ্গে- ভাঙ্গ যদি হাড়ি
এভাবেই চলবে আবার বৃষ্টি ভরা আকাশ।

০৩ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর’২৪