সাদা চুলগুলো অভিমান করেই চলছে
একদিন সাদা সাদা মেঘ উড়বে বলে-
আর কালো রঙ গুলো শোকাহত
সমস্ত পৃথিবীর হবে জল মুখ, রঙিন ছবি;
দৃষ্টির বালুচরে আর যমুনার স্রোত
গড়বে না, মনেই থাকবে না, কখন
মাথা ভরে কালো চুল ছিল
প্রভাতি হাওয়ার গন্ধ কিংবা ঐ
গ্রামের রাস্তা ঘাট ধূলি বালি
এমন কি দুপুর বিকাল সন্ধ্যা রাত;
যতই বলো নিয়মের হাতঘড়ি, তাহলে?
সাদা চুলগুলো মাটির বোন ভূত-
নাকি প্রেম সাগরে স্রোত ডাকা কুত কুত।
১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ মে’২৪