ঐ মানুষগুলার বিবেক নেই
তারা মানুষকে মানুষ ভাবছে না;
পশু পাখি বা অন্যকিছু -
ও ঈশ্বর কোথায় তুমি?
শিশু গুলোকে বাঁচ্চাও-
তুমি না মানুষের ঈশ্বর!
এক ইশারায় বন্ধ করে দাও;
যত নরপিশাচদের লালসা হত্যা
হিংস্রো মনভাব- কোথায় ঈশ্বর
আমরা তো ভাল চিন্তা করি-
আমাদের কথা শুনছো না ঈশ্বর
রক্তাক্ত শিশু চিৎকার সহ্য হচ্ছে না;
বন্ধ কর ঈশ্বর- বন্ধ কর ঈশ্বর।
৯-৪-২৫