তুমি আগুন ধরো
বাতাস উড়াও -
শীতলতা কোথায়?
এতোটুকু ভাবতে পারো ;
শস্য শ্যামল দৃষ্টি আমার
খাল বিল পুকুর ঘাট -
সবটাতেই আগুন আগুন
আমার শীতলতা ফিরিয়ে দাও!
এখন মাটিতে স্পর্শ করব
বিভোর স্বপ্ন ঘুম আমার।

২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে’২৪