জীবন গঙ্গায় দেখি সরিষা ফুল
অন্ধকার নয় সন্ধ্যার তারা চুপ
তবু সংসার স্বপ্ন সাজায় চোখ
নদী তো রোজ রোড দক্ষিণা
স্রোত বয়- যমুনার জল দেখি;
ছল ছল অথচ জীবন বালুচর
এক বারও ভাবি না, এ সুখের
আশায় দুপুর যায়- ভোর কারো
অপেক্ষা নয়- তবু চলছে জীবন
এই নিঃশ্বাসের বিশ্বাস ছুঁই- ছুঁই।
১৪-১১-২৪