এ বার সত্যই ঘুম ভাঙ্গবে পৃথিবীর
সূর্য স্নানের ঢেউ দুপুর বেলাতেই হবে;
চেয়ে থাকবে সুন্দর সুন্দর জীবজন্তু
তবু আমার পালঙ্ক হবে না স্বর্ণযুগ,!
যেখানে খই ভাজা সূর্য আলো বাতাস
সেখানেই বুঝি ফুলের গন্ধ প্রণয়ের দৌড়
হিমশীতল উঠান দলে দলে কাকের গান,
ঘরের দুধ খাওয়া বিড়ালটার শোকে
বিড়ম্বনার নাচ, আলোকিত করবে শুধু
ভোরের সূর্য হাসি-বৈকালিন আকাঁ ছবি।
১১-১১-২৪