বৈশাখ আমার রক্তে রাঙ্গা মাটির ফুল
গন্ধ মাখা বৃষ্টি ভেজা কতটা মধ্য দুপুর-
খুঁজে ফেরা কৈশোরের হৈ হুল্লোড় দৌড়!  
বৈশাখ আমার একাকী পূর্ণিমার চাঁদ
আয় ফিরে পান্তা ভাত দিবো মেখে রাত-
যত আনন্দ শোভাযাত্রা নিয়ে যা বৈশাখ;
উঠনে আমার, সাজিয়েছি হাজার বাঙ্গালী-
উম্মাদনায় ঐতিহ্যের ফিরে পাওয়া হাসি!
অভিমানের চোখে দেখিস না দুর্বলা দাস-
প্রণয়ে সুবাস দিবো- বৈশাখে বার মাস।
১৩-৪-২৫