দেখো চৌদ্দ পুরুষের কথা
কি ভাবে শেষ হয়ে যায়-
এই ৪৪ বছরে বুঝতে পারছি;
স্মৃতি পাতার ইতিহাসগুলো
হঠাৎ এক দিন মরে যায়;
আর কোথাও লেখে রাখেলে
চৌদ্দ দু’খানে ২৮ শত বছর
কথায় যেনো ভোরের শিশির,
বিকালের রঙধুন,সন্ধ্যার তারা
একটু একটু করে জল গড়ায়
এক গলা স্বান্তনার কণ্ঠে বেজে
উঠতে চায় বেহালার আর্তনাদ।

২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৪ জুন’২৪