বেহায়া মরণ শালা আসবেই
কখন আসবে হারাম জাদা বলেই না;
উল্টো পিন্টে শুধু যুগল হাসি-
বেঁচে থাকো তাও বলে না,
এ কেমন পাষান- নিঠুর
কেউ জানে না- মৃত্যু
তারপর ভেজাবে শিশির বিন্দু ভোর
শীত উষ্ণ হাওয়ার তুফান-
তবু গন্ধ ছুঁয়ে যাবেই মাটি!
এতো আনন্দঘন উল্লাসের মধ্যেও,
বেহায়া শালা মরণ আসবেই।
০৯-০২-২৫