গুলি মারা কি দৃষ্টিপট
ভাবনার উত্তর দক্ষিণ রথ;
তুমি আমি কি পাখি সব
নাকি আবু সাইদ নাকি মুগ্ধ!
শুধু রাস্তায় ফুটে থাকল-
রক্ত মাখা কৃষ্ণচূড়া পথ;
স্বৈরাচারের কলঙ্কে মুছবে না-
বৃষ্টি জল, শুকাবে না রক্ত কমল
গুলি মারা কি দৃষ্টি পট-
এই জনমে শুধু ব্যথায় খট খট।
১৩ ভাদ্র ১৪৩১, ২৮ আগস্ট’২৪