বাস্তবতার কঠিন বেড়াজালে
আটকে যাচ্ছে পুঁটি মাছের প্রাণ;
অথচ মেনে নেয়া সহজ
বড়শি গিলা বোয়াল মাছ;
রান্না করার নেই কোন স্বাদ
তবু আকাশের মেঘ শুকে গেছে
বৃষ্টি নামার আর্তনাদ- কি করে
চলে বাস্তবতার ডাক নাম।

১৩ আষাঢ় ১৪৩১, ২৭ জুন’২৪